লোকেশ রাহুল নয়, ঈশান কিষানকে বিশ্বকাপের প্রথম একাদশে দেখতে চান ভারতের সাবেক তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর। সঞ্জু স্যামসন জায়গা পাননি ভারতের বিশ্বকাপ দলে। লোকেশ রাহুলকে নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব থাকলেও নির্বাচকরা তাকেই দলে রেখেছেন।
সম্প্রতি এক গণমাধ্যমে গম্ভীর বলেন, একটা কথা বলি, চ্যাম্পিয়নশিপ জিততে কী দরকার-নাম নাকি ফর্ম? যদি রোহিত অথবা বিরাট টানা চারটি পঞ্চাশ করে, তাহলেও কি মানুষ বলবে ওদের পরিবর্তে লোকেশ রাহুলকে নেওয়া হোক?
ওয়ানডে ফরম্যাটে দুরন্ত ফর্মে রয়েছেন কিষান। টানা চারটি পঞ্চাশ করেছেন তিনি। ওপেন করতে নেমে টানা তিনটি হাফ সেঞ্চুরি করেন। পাকিস্তানের বিরুদ্ধে একটি ৫০ রানের ইংনিস আসে মিডল অর্ডারে খেলতে নেমে।
গম্ভীর বলেন, ‘বিষয় হলো বিশ্বকাপ জিততে হলে নামের পেছনে ছুটলে হবে না। ফর্মের ভিত্তিতে বিচার করা উচিত। সেই প্লেয়ারকেই বেছে নেওয়া উচিত যে পারফর্ম করবে এবং দলকে বিশ্বকাপ জেতাবে।’ গম্ভীর আরও বলেন, ‘আমার মনে হয়, প্রথম একাদশে জায়গা পাওয়ার ব্যাপারে এগিয়ে কিষানই।’
লোকেশ রাহুল চলতি বছরের ১ মে থেকে দলের বাইরে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সময়ে ঊরুতে চোট পান রাহুল। লন্ডনে অস্ত্রোপচার হয় তার। জাতীয় ক্রীড়া একাডেমিতে রিহ্যাব করেন তিনি।
গম্ভীর বলেন, ইশান কিষান বলে ওর সঙ্গে তুলনা হচ্ছে অন্য কারো। ও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেনি, তাই সবাই বলছে কেএল রাহুল খেলবে প্রথম একাদশে ঢুকবে, ঈশান নয়। যদি ঈশান কিষানের মতো বিরাট কোহলি বা রাহুল দ্রাবিড় টানা হাফ সেঞ্চুরি করত, তাহলে কি কেউ বলত, লোকেশ রাহুল খেলবে ওদের জায়গায়? উত্তরটা হলো না।’
বিডি প্রতিদিন/এমআই