টাঙ্গাইলের সখীপুরে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে পাঁচ বছর অংশ নিতে পারবে না মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার বিকেলে খেলা পরিচালনা কমিটি এ আদেশ দেয়। খেলার মাঠে মারামারি করার অপরাধে এ শাস্তি দেওয়া হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
খেলা কমিটি জানায়, আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি ফুটবল টুর্নামেন্ট কাকড়াজান ইউনিয়নের কোয়াটার ফাইনালের তৃতীয় ম্যাচে অংশ নেয় মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় ও দিঘীরচালা জি.আই দাখিল মাদ্রাসা। সূরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে গত সোমবার এ খেলা চলাকালীন সময়ে মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা দিঘীরচালা জি.আই দাখিল মাদ্রাসার খেলোয়াড়দের ফাউল করা নিয়ে মারধর করে। এতে কয়েকজন খেলোয়াড় আহত হয়। এ সময় খেলা স্থগিত করে সোমবার বিকেলে খেলা পরিচালনা কমিটির বিশেষ মিটিংএর আয়োজন করে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়কে আন্তঃস্কুল খেলায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান বলেন, আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল করেছি।
খেলা পরিচালনা কমিটির সভাপতি কাকড়াজান ইউনিয়নের চেয়ারম্যান মো. দুলাল হোসেন বলেন, মিটিংএ সিদ্ধান্ত নেয়া হয়েছে, এ বছর এবং আগামী চার বছর মহানন্দপুর স্কুল আন্তঃস্কুল খেলায় অংশ নিতে পারবে না।
বিডি প্রতিদিন/এএ