নরসিংদীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের গোপীনাথ জিউর আশ্রমে এ অলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর আসনের এমপি মো: নজরুল ইসলাম (বীর প্রতীক)। আলোচনা সভা শেষে গোপীনাথ জিউর আশ্রশ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নরসিংদী পৌরসভা, বাজি মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। র্যালিতে সনাতন ধর্মের বিভিন্ন বয়সের শত শত মানুষ অংশ নেয়। বিভিন্ন সাজ-পোশাক পরিধান করে শুভযাত্রায় অংশ নেয় ছোট ছোট কোমলমতি শিশুরাও।
নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত র্যালি ও শোভাযাত্রা উপস্থিত ছিলেন নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শামসুর আরেফিন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল ঘোষ, সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাসসহ বিভিন্ন স্তরের মানুষ।
এর আগে গোপীনাথ জিউর আশ্রমের মন্দির প্রাঙ্গণে এক ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। সকাল থেকে মন্দির প্রাঙ্গণে চন্ডিপাঠ, গীতাপাঠ, কৃষ্ণনাম জপ, ধর্মীয় আলোচনা ও রাতে কৃষ্ণ পূজার আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ