জেলা যুবলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা যুবলীগ। আজ বুধবার বিকেলে পৌরশহরের প্রবাসী চত্ত্বর থেকে মিছিল শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে বাসিয়া ব্রিজের দক্ষিণ প্রান্তে এসে পথ সভায় মিলিত হয়।
উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইটের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রাজু আহমদ খানের পরিচালনায় পথ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকদ্দছ আলী। বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌরসভার প্যানেল মেয়র রফিক হাসান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এমএ হান্নান বদরুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, যুবলীগ নেতা মুজিবুর রহমান মঞ্জু, আলী হোসেন, মোহন মিয়া, ফয়ছল আহমদ, ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন, সিরাজুল ইসলাম রুকন প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ