লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে সনাতন ধর্মালম্বীদের অন্যতম উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। বুধবার বিকালে শহরের শ্যাম সুন্দর জিউর আখড়া প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুরউদ্দিন চৌধুরী নয়ন। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক বেগম সুরাইয়া জাহান।
এতে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিমুল সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক এড. মিলন মন্ডল।
আরও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ, ভানু নাগ, মহিলা বিষয়ক সম্পাদক প্রার্থনা ভৌমিক, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক জুটন কুরী, সাংগঠনিক সম্পাদক শংকর মজুমদার, জেলা মহিলা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অনিতা দত্ত, কোষাধ্যক্ষ বুল্টি দেবনাথ।
এছাড়াও দিনব্যাপী জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে চিত্রাঙ্গণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা। এছাড়াও বিশ্ব শান্তি কামনায় যজ্ঞ ও প্রার্থনার আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/এএ