৬ সেপ্টেম্বর, ২০২৩ ২১:০০

বাউফলে নানা আয়োজনে জন্মাষ্টমী পালিত

বাউফল প্রতিনিধি

বাউফলে নানা আয়োজনে 
জন্মাষ্টমী পালিত

শোভাযাত্রা, আলোচনা সভা, ধর্মীয় সংগীত পরিবেশন, পূজা-পার্বনসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পটুয়াখালীর বাউফল উপজেলায় হিন্দু সম্প্রদায় শ্রীকৃষ্ণের জন্ম উৎসব পালন করেছে। দিবসটি উপলক্ষ্যে আজ বুধবার বেলা ৩টায় বাউফল সার্বজনীন কালীবাড়ি পূজা উদযাপন কমিটি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বাউফল সার্বজনীন কালীবাড়িতে ধর্মীয় সংগীত ও আলোচনা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বাউফল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়। এর আগে সকাল ১০টায় কালাইয়া সার্বজনীন সনাতন ধর্মীয় অনুষ্ঠান উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিচুল হক, জীবন কৃষ্ণ সাহা. অধীর রঞ্জন দাস, সাবেক জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সুধীর নট্র ।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর