রাজবাড়ীর পাংশায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। র্যালিতে পাংশা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। র্যালিটি পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে পাংশা মডেল থানা সড়ক হয়ে পাংশা আদি মহাশ্মশানে গিয়ে শেষ হয়।
পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজ গোবিন্দ দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
আলোচনা সভায় রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মাস্টার, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, জেলা পরিষদের সদস্য গোবিন্দ কুন্ডু, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমানসহ হিন্দু ধর্মালম্বীরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ