পটুয়াখালীর দুমকিতে একটি পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে যায় ঢাকা-দশমিনা রুটের দূরপাল্লার একটি পরিবহন বাসের। এ ঘটনায় ১৫ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুমকি-লেবুখালী সড়কের কাঁঠালতলা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকাল সোয়া ৯টার দিকে ঢাকাগামী দশমিনা রুটের একটি পরিবহন বাস ঘটনাস্থলে বিপরীত দিকের একটি পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে সজোড়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কের খাদে পড়ে যায়। এতে ওই পরিবহন বাসের কাচ ভেঙে ও সামনের আংশিক দুমড়েমুচড়ে ১৫ যাত্রী আহত হয়।
স্থানীয়রা আহত যাত্রীদের পায়রা সেতুর টোল প্লাজার বিভিন্ন ফার্মেসি ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় পতিত পিকআপটি সরিয়ে নিয়ে যানবাহন সচল করে দেয়। তবে পিকআপের চালক পালিয়ে যায়।
দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুল হান্নান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ