চাঁদপুরে বড় স্টেশন মৎস্য আড়ৎগুলোতে ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলও দাম একটু বেশি। ক্রেতারা বলছেন, দূর থেকে ইলিশের দাম কম শোনা গেলেও বাস্তবে এখানে দেখি ঠিক উল্টো। অন্যদিকে, আড়ৎদাররা বলছেন, ইলিশের সরবরাহ আশানুরুপ বাড়লে আগের লোকসান কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। তবে সেপ্টেম্বর-অক্টোবরে ইলিশ প্রজনন মৌসুমে জেলেদের জালে ইলিশ ধরা পড়া শুরু করেছে। এতে করে ইলিশের দাম ক্রেতাদের নাগালে চলে আসবে বলে মনে করেন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা। মৎস্য বিভাগের তথ্যে চাঁদপুরে ছোট বড় মিলিয়ে দেড় শতাধিক মৎস্য আড়ৎ রয়েছে।
ইলিশের ভরা মৌসুম চলমান। ইতোমধ্যে টানা বৃষ্টিপাতে দেশের বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে ইলিশের সরবরাহ বৃদ্ধি পেতে শুরু করেছে। চাঁদপুর মৎস্য আবতরণ কেন্দ্রেও গত ২-৩ দিনে ইলিশের সরবরাহ অনেক বৃদ্ধি পেয়েছে। চাঁদপুরে সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন পাইকারি মৎস্য আড়ৎ। এখানে প্রতিদিন হাতিয়া, সন্দীপ, চর আলেকজান্ডার, ভোলা, বরিশাল, পটুয়াখালীসহ সাগর উপকূলীয় অঞ্চল থেকে জেলেরা বেশি দামের আশায় ইলিশ নিয়ে এঘাটে আসছে। সেই ইলিশ চাঁদপুর মাছঘাট ঘুরে সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লাসহ বড় বড় বাজারগুলোতে চলে যায়। প্রতিদিন গড়ে দুই থেকে তিন হাজার মণ ইলিশ এ ঘাটে সরবরাহ হচ্ছে। ইলিশের সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতা- বিক্রেটারদের মধ্যে রয়েছে নানাবিধ প্রতিক্রিয়া। তবে চাঁদপুরের স্থানীয় পদ্মা-মেঘনা নদীর ইলিশের সরবরাহ অনেক কম, তাই দাম একটু বেশি।
ক্রেতা মো: শরীফ হোসেন ও মুজিবুর রহমান বলেন, বিভিন্ন মাধ্যমে চাঁদপুরে ইলিশের দাম কম জানতে পেরে এসেছি। বাস্তবে এসে দেখছি ভিন্ন চিত্র। কম দামে ইলিশ কিনবো বলে দূর থেকে এসেছি। অথচ মাছঘাটে ইলিশ কিনতে গিয়ে পরেছি বিপাকে। যেহেতু মাছ কিনবো তাই, ৫শ’ থেকে ৬শ’ গ্রামের ইলিশ ৮শ’ টাকা এবং ১কেজি সাইজের ইলিশ ১৭শ’ টাকায় কিনেছি।
আড়ৎ ব্যবসায়ী হাজী আ: মালেক খন্দকার বলেন, দীর্ঘদিন অপেক্ষার পর ইলিশের সরবরাহ পূবের্র চাইতে বৃদ্ধি পেয়েছে। তবে সরবরাহ আরও বৃদ্ধি পেলে পূর্বের লোকসান কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। বর্তমানে পাইকারি দেড় কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ’ থেকে দুই হাজার টাকা, ১ কেজি থেকে ১৩শ’ গ্রাম বিক্রি হচ্ছে ১৫শ’ থেকে ১৭শ’ টাকা কেজি দরে , ৮শ’ থেকে ৯শ’ গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২শ’ টাকা কেজি দরে, আর ৫শ’ থেকে ৬শ’ গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে ৭শ’ থেকে ৮শ’ টাকা কেজি দরে। তবে চাঁদপুরে স্থানীয় পদ্মা-মেঘনার ইলিশের দাম আকারভেদে প্রতি কেজি দেড়শ’ থেকে ২শ’ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ আশরাফুল আলম বলেন, টানা বৃষ্টিপাত ও নদীতে পানির স্রোত বাড়ার ফলে চাঁদপুর সহ বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলেও দাম রয়েছে একটু চওড়া। তবে প্রজনন মৌসুম সেপ্টেম্বর-অক্টোবরে ৬০ থেকে ৭০ভাগ ইলিশ জেলেদের জালে ধরা পড়বে। আশা করছি খুব সহসাই ইলিশের দাম ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে।
বিডি প্রতিদিন/নাজমুল