ধানের জমি থেকে তাইজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।বৃহস্পতিবার সকাল ৯টায় ঘোড়াঘাট উপজেলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধানের জমি থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত তাইজুল ইসলাম (৫৫) ঘোড়াঘাট উপজেলার বলাহার নয়াপাড়া এলাকার আলম মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ জানায়, তিনি কয়েক বছর যাবত ঘোড়াঘাট উপজেলার পালশা গ্রামে স্ত্রী সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বিদ্যালয়ের কিছু দূরে পালশা ইউনিয়নের ইছলা মৌজার এক ব্যক্তির ধান ক্ষেতে কাদা মাখানো অবস্থায় মৃত দেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ কবিরুল ইসলামের মাধ্যমে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেয়। তিনি দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মারফত খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে এবং ময়নাতদন্তের রিপোর্ট দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএ