গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. হৃদয় নামে এক চোর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামের ন্যাশনাল পোলট্রি থেকে ভাংনাহাটি সড়কের কিতাব আলী বাড়ির পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, নিহত ব্যক্তি শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের নইমুদ্দিনের ছেলে মো. হৃদয় (২৮)।
স্থানীয় রহিম উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোরে তিনি পাশের খেতে কৃষিকাজ করছিলেন। শিশুরা ন্যাশনাল পোলট্রি থেকে ভাংনাহাটি সড়ক দিয়ে হেঁটে মক্তবে যাচ্ছিল। শিশুরা কিতাব আলীর বাড়ির পাশে যাওয়া মাত্রই বিদ্যুতের খুঁটির নিচে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। তিনি দৌড়ে ঘটনাস্থলে গিয়ে হৃদয়ের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। মরদেহের পাশে বিদ্যুতের খুঁটির নিচে ট্রান্সফরমারের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ পড়েছিল এবং একটি ট্রান্সফরমারের যন্ত্রাংশ খোয়া গেছে।
তিনি বলেন, আমরা ধারণা করছি সে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে এবং সহযোগীরা তার মালামাল নিয়ে গেছে। কিন্তু তার মরদেহ ফেলে রেখে পালিয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল