সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবাসহ ইসমাইল হোসেন সরকার (২৪) নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার উপজেলার সুবর্নসাড়া গ্রামের এমপি রোড জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর এ অভিযান চালানো হয়। আটক আসামী বেলকুচি উপজেলার শাহাপুর এলাকার আবু সাঈদ সরকারের ছেলে।
বৃ্হস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আসামী দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম