ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ অলিপুর শিল্প এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ সময় উচ্ছেদ করা হয়েছে প্রায় ২ শতাধিক অবৈধ স্থাপনা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শায়েস্তাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূঞার নেতৃতে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে হবিগঞ্জ সওজ ও পুলিশের একটি টিম।
জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়ককের অলিপুর এলাকায় দীর্ঘদিন যাবত গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। আর সেইসব অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ নেয় প্রশাসন। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে মহাসড়কের উভয় পাশ থেকে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর পূর্বে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা সরানোর জন্য মাইকিং করেছিল।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূঞা জানান, সরকারি নির্দেশনায় আমরা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। জনস্বার্থে এমন অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে।
বিডি প্রতিদিন/এএ