টাঙ্গাইলের সখীপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্ধোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে পৌরসভার কয়েকটি সড়কে বিশেষ শোভা যাত্র পদক্ষিণ করে। পৌর মিলনায়তনের সামানে আনুষ্ঠানিকভাবে এ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ।
সখীপুর পৌরসভাকে পরিচ্ছন্ন করার লক্ষ্যে এ সময় বক্তৃতা করেন প্রেস ক্লবের সভাপতি শাকিল আনোয়ার, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আহম্মদ আলী, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মেছের উদ্দিন মিয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাসেল আল-মামুন এবং পৌরসভার প্যানেল মেয়র, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরসহ বিভিন্ন সুধীজন।
বিডি প্রতিদিন/এএ