চুয়াডাঙ্গায় মাদক মামলায় মোহাম্মদ রফিক (৪০) নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এ রায় দেন। সাজাপ্রাপ্ত মোহাম্মদ রফিক চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৪ মার্চ সকালে মাদক বেচাবিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের রফিকের বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় রফিকের বসতঘর তল্লাশি করে উদ্ধার করা হয় ১৯ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন। গ্রেফতার করা হয় মাদককারবারি রফিককে। ওই দিন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেলাল হোসেন জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ একই বছরের ১৫ জুন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এ মামলায় ৬ জন স্বাক্ষীর মধ্যে ৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে এ রায় দেন বিচারক।
বিডি প্রতিদিন/এএম