ফরিদপুর শহরতলীর কৈজুরী ইউনিয়নের তুলাগ্রামের জনৈক মাসুদ শেখের বসতবাড়ি সংলগ্ন একটি ডোবা থেকে ১৭ বছর বয়সী অজ্ঞাতনামা এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৮টার দিকে ডোবায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, ডোবায় সকালে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ রংয়ের সালোয়ার কামিজ পরিহিত লাশটি উদ্ধার করে। পুলিশের ধারনা ধর্ষন শেষে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ডোবায় ফেলে যায় দুবৃর্ত্তরা।
কোতয়ালী থানার উপ পরিদর্শক সুজন বিশ্বাস জানান, ট্রিপল নাইনে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে সড়কের উপর একজোড়া সেন্ডেল ও ওড়না এবং ডোবা থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএম