আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, দেশে নির্বাচনের সময় হলেই তা বানচাল করতে বিএনপির ষড়যন্ত্র শুরু করে দেয়। এর কারণ হচ্ছে দুর্নীতিগ্রস্ত এই রাজনৈতিক দলটি অবৈধভাবে ক্ষমতা দখলের মধ্যে দিয়ে তাদের যাত্রা শুরু করেছিলো। তাই রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে জনগণের প্রতি আস্থা নেই বিএনপির, নির্বাচন এলেই বিদেশি প্রভুদের দারস্থ হয় দলটি।
রবিবার মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে মির্জা আজম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় দেশের জনগণ এবং তাদের ভোটের ওপর আস্থা রাখেন, তাই তিনি দেশে ইর্ষন্বীয় উন্নয়ন দিয়ে দেশের মানুষের আস্থা এবং মন জয় করে নিয়েছেন। আর দেশের মানুষও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বার বার শেখ হাসিনার উপরই আস্থা রেখে নৌকায় ভোট দিচ্ছেন।মেলান্দহ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত মাসিক সাধারণ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিতে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কামারুজ্জামান, সোহরাব হোসেন বাবুল, হাজী দিদার পাশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন