১১ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:১৫

পটুয়াখালীতে মেয়ের আত্মহত্যার পর বাবার মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে মেয়ের আত্মহত্যার পর বাবার মৃত্যু

প্রতীকী ছবি

পটুয়াখালীতে মেয়ের আত্মহত্যার পর হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে পিতার মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে পৌর সভার ৩নং ওয়ার্ডের পুরান বাজার বনিকপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

নিজ বাসায় মেয়ে স্বর্ণা দেবনাথ (২৬) এর আত্মহত্যার খবর শুনে বাসায় ফিরে পিতা শ্যামল দেবনাথ (৬৮) হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে তাদের দু’জনকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, পুরান বাজারের নিজ বসতঘরে স্বর্ণা দেবনাথ (২৬) গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেন। খবর শুনে পুরান বাজারের কাপড় ব্যবসায়ী পিতা শ্যামল দেবনাথ বাসায় পৌঁছে মেয়ের মৃত্যু দেখতে পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শ্যামল দেবনাথ ওপেন হার্ট সার্জারি করা ছিল। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার লাশ দুটির ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 স্বর্ণা শ্যামল দেবনাথের দুই মেয়ের মধ্যে ছোট। তিনি মাস্টার্স পাশ করেছেন এবং অবিবাহিত। শ্যামল দেবনাথ পুরান বাজারের বনিক পট্টিতে কাপড়ের ব্যবসা করতেন। মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তবে প্রাথমিকভাবে এর কারণ জানা যায়নি। আত্মহত্যার কারণ জানতে ময়নাতদন্ত এবং অনুসন্ধান চলছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর