১৬ সেপ্টেম্বর, ২০২৩ ২০:৩৮

জয়পুরহাটে মাদক-মোবাইল আসক্তি বন্ধে প্রীতি ফুটবল ম্যাচ

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে মাদক-মোবাইল আসক্তি বন্ধে প্রীতি ফুটবল ম্যাচ

‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক মোবাইল ছেড়ে খেলতে বল’ শ্লোগান বাস্তবায়নে জয়পুরহাটের কালাই সরকারি ময়েন উদ্দিন মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কালাই উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খেলায় অংশ নেয় জয়পুরহাট জেলা প্রাসন একাদশ ও কালাই উপজেলা প্রশাসন একাদশ।

বিকেল সাড়ে চারটায় শুরু হওয়া এক ঘণ্টার এ খেলায় ১-১ গোলে ড্র হয়। খেলায় জেলা প্রশাসন একাদশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। খেলা পরিচালনা করেন মহিবুল ইসলাম তালুকদার। প্রশাসনের অংশ নেওয়া এ ফুটবল খেলা দেখতে মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জানান, তরুণ সমাজকে মাদক এবং স্মার্ট মোবাইল ফোনের আগ্রাসন থেকে দূরে রাখার জন্য শুধু কালাই উপজেলা নয় জেলার ৫টি উপজেলায় এ ধরণের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। খেলায় উৎসাহ দিতে আমি সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ এ খেলায় অংশ নেন। 
খেলায় উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ লেবু, কালাই মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, উপজেলা ক্রীড়া সংস্থার মাফছাদুল হক তালুকদার জনি প্রমুখ।  

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর