নেত্রকোনার পূর্বধলার শ্যামগঞ্জ গোহালাকান্দা গ্রামে কবরস্থান থেকে কবর খুঁড়ে চারটি কঙ্কাল চুরির খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মিডিয়া মুখপাত্র মো. লুৎফর রহমান জানান, স্থানীয় সূত্রে জানতে পেরেছি বুধবার গভীর রাতে ফকির বাড়ির পারিবারিক কবরস্থান থেকে চারটি কঙ্কাল চুরি করেছে চোরেরা।
ফাঁড়ির পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়ির আনোয়ার হোসেন ওরফে কাশেম ফকির প্রায় ১৮ মাস পূর্বে মারা যান। ফাতেমা বেগম প্রায় ২ বছর আগে, রেনু বেগম ২ বছর ৬ মাস আগে ও জমিলা খাতুন প্রায় ৭ মাস আগে মারা গেছেন। প্রত্যেকেই ওই কবরে শায়িত।শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক রাশেদুল জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় শিশুরা কদম ফুল পাড়তে গিয়ে দেখে চারটি কবর খুঁড়া এবং কবরের ভেতরে লাশ নেই। পরে শিশুরা তাদের অভিভাবকদের গিয়ে জানালে তারা দেখেন ঘটনা সত্য। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দেখতে ফকির বাড়ির কবরস্থানে এসে ভীড় জমান।
স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে, পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম ও শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম ও উপ-পরিদর্শক (এস আই) হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন