২৪ সেপ্টেম্বর, ২০২৩ ২০:৫০

পিরোজপুর জেলা উদীচীর সভাপতি খালিদ, সম্পাদক সত্যজিৎ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর জেলা উদীচীর সভাপতি খালিদ, সম্পাদক সত্যজিৎ

পিরোজপুর জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বিবার্ষিক সম্মেলনে খালিদ আবুকে জেলা সংসদের সভাপতি এবং সত্যজিৎ দাসকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে সম্মেলন শেষে আগামী ২ বছরের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। 

এর আগে শনিবার সকাল ১০টায় শহরের টাউন ক্লাব মাঠ স্বাধীনতা মঞ্চে জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য শংকর সাওজাল। জেলা উদীচীর আহবায়ক খালিদ আবুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী। 

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উদীচী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, কেন্দ্রীয়সহ সভাপতি বিশ্বনাথ দাসমুন্সিসহ সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, ইকবালুল হক খান, পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, বরগুনা জেলা উদীচীর সভাপতি অ্যাডভোকেট মোতালেব হোসেন প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে জেলা উপেজলা প্রতিনিধিরা অংশগ্রহন করে। পরে সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য খালিদ আবুকে জেলা সংসদের সভাপতি এবং সত্যজিৎ দাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

সন্ধ্যায় স্বাধীনতা মঞ্চে পিরোজপুর ও মঠবাড়িয়া উদীচীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, গণসংগীত এবং বরিশাল উদীচীর পরিবেশনায় গীতি আলেখ্য সোনাই মাধব পরিবেশন করা হয়।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর