২৬ সেপ্টেম্বর, ২০২৩ ১৮:০৪

ফেনীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি

ফেনীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত

ফেনীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত ফেনী জেলা শাখার আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আনন্দ মিছিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌর মেয়র ও ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত ফেনী জেলা শাখার সভাপতি এম.এ. মনসুর মোল্লার সভাপতিত্বে মিছিল পূর্বে বক্তব্য রাখেন জসনে জুলুস উদযাপন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার খোন্দকার নজরুল ইসলাম, সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন আত্তার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা মহি উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা জাকের হোসাইন চৌধুরী, মাওলানা সিরাজ উল্লাহ, মাওলানা আতিক উল্লাহ ফারুকী, মাওলানা নুর হোসাইন, মুফতী ফয়েজ উল্লাহ আল কাদেরী, মাওলানা সৈয়দ রেজাউল করিম সোহেল, মাওলানা হেদায়েত উল্লাহ রানা, মাহমুদুল আলম টিপু, ইসলামী ছাত্রসেনা জেলা সভাপতি এবি ছিদ্দিক প্রমুখ।

এসময় পৌর মেয়র অনুষ্ঠানের আয়োজকদেরকে ফেনী সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ও ফেনী পৌরসভার পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষ আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাকিয়া রোডে অবস্থিত হযরত সৈয়দ আমির উদ্দিন ওরফে পাগলা মিয়ার মাজার শরীফে এসে মিলিত হয়। পরে মিলাদ মাহফিল ও তবারক বিতরণের মধ্য দিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর