২৬ সেপ্টেম্বর, ২০২৩ ১৮:৩০

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। নিহত আব্দুল লতিফ খোকন (৪৪) ঝিনাইদহ সদর থানার বানিয়াকান্দা এলাকার আব্দুল বারীর ছেলে। 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ জানান, ঝিনাইদহ সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন আব্দুল লতিফ খোকন। সোমবার রাত পৌনে ১২টার দিকে তিনি কারাগারের ভেতর বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ১২টার দিকে খোকনকে মৃত ঘোষণা করেন।  

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর