শিরোনাম
২৬ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:৪৯

ধুনটে গরু চুরি করতে গিয়ে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

ধুনটে গরু চুরি করতে গিয়ে গ্রেফতার ১

বগুড়ার ধুনটে এক কৃষকের গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ১১টি মামলার আসামি মিনহাজ উদ্দিন মিঠু (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 

ধুনট থানা পুলিশ জানায়, আটককৃত মিনহাজ উদ্দিন মিঠু ধুনট সদর ইউনিয়নের মাটিকোড়া মধ্যপাড়া এলাকার মৃত আছাব আলী মন্ডলের ছেলে এবং সে ধুনট উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে মাদক, মারামারি, বিস্ফোরক সহ ১১টি মামলা রয়েছে।

জানা যায়, মাটিকোড়া মধ্যপাড়া এলাকার মৃত রইচ উদ্দিন আকন্দের ছেলে আব্দুল লতিফ পেশায় একজন কৃষক। সোমবার রাতে তিনি তার গোয়াল ঘরে ৪টি গরু রেখে শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোর রাতে গরু শব্দ করলে তিনি গিয়ে দেখেন তার একটি গাভীন গরু চুরি হয়ে গেছে। পরে তার চিকৎকারে আশপাশের লোকজন এক পর্যায়ে ধুনট বাইপাস মোড় এলাকা থেকে প্রতিবেশি মিনহাজ উদ্দিন মিঠুকে গরু সহ হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এদিকে ধুনট উপজেলায় চলতি মাসেই গরুর ফার্মে ডাকাতি সহ আরো কয়েক কৃষকের গোয়াল ঘর থেকে প্রায় ১০টিরও বেশি গরু চুরির ঘটনা ঘটেছে।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, গরু চুরির ঘটনায় আটককৃত মিঠুর সঙ্গে অজ্ঞাত আরো কয়েকজন জড়িত ছিল। এ ব্যাপারে মামলা দারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর