শিরোনাম
২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:৪৫

মির্জাপুরে একজনের লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি

মির্জাপুরে একজনের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে সিরাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। বুধবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে এই ঘটনা ঘটে।

সিরাজুল ফতেপুর গ্রামের কারী রফিকুল ইসলামের ছেলে এবং ফতেপুর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুর রউফের ছোট ভাই। তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে কার্যনির্বাহী সদস্য।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সিরাজুল ইসলাম মাদক সেবন ও জুয়া খেলার সাথে সম্পৃক্ত ছিলেন। সম্প্রতি তিনি একটি জমি বিক্রি করে কিছুদিনের মধ্যে সব টাকা খোয়ান। এই ঘটনার পর তার স্ত্রী লাভলী আক্তার অভিমান করে বাবার বাড়ি চলে যান। বুধবার সকালে সিরাজুল তার বসত ঘরের পাশে আত্মহত্যা করেন।

সিরাজুল তার স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে তার বড় ভাই ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ দাবি করেছেন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর