২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:৪৯

ইজিবাইকের ধাক্কায় পড়ে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ভালুকা প্রতিনিধি

ইজিবাইকের ধাক্কায় পড়ে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রতীকী ছবি

ময়মনসিহের ভালুকায় উল্টো দিক থেকে আসা ইজিবাইকের ধাক্কায় পড়ে যাওয়ার পর কাভার্ডভ্যান চাপায় আব্দুস সামাদ (৩৫) নামে এক মোটসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মাস্টারবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ ঠাকুরগাঁও সদর উপজেলার রায়মোহন গ্রামের আজিজুল হকের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই উৎপল কুমার দাস জানান, লাশ উদ্ধার করে নিহতের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি হেফাজতে রয়েছে। তবে কাভার্টভ্যানটি জব্দ করা সম্ভব হয়নি।

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর