ভাঙ্গায় একটি চায়ের দোকানের সামনে থেকে তিন কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতার হওয়া ওই দুই যুবক হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার সূর্য্যনগর এলাকার মৃত রাজ্জাক মৃধার ছেলে দ্বীন ইসলাম মৃধা ওরফে দিল্লী (৩৫) ও একই উপজেলার দত্তপাড়া এলাকার সালাম মাতবরের ছেলে সজীব মাদবর (৩২)।
গ্রেফতার হওয়া ওই দুই যুবকের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের শেষে শনিবার দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভাঙ্গা জোন) মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের শেষে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম