বাগেরহাটের শরণখোলায় আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টার দিকে রায়েন্দা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ।
প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, বিএনপি-জামায়াত যখন ক্ষতায় ছিল তখন সারাদেশে একযোগে বোমা হামলা হয়েছে। উন্নয়নের পরিবর্তে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। আর শেখ হাসিনা ক্ষমতায় এসে সারা দেশের প্রত্যেকটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করেছেন। স্বপ্নের পদ্মা সেতু, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, মোংলা বন্দর পর্যন্ত রেল লাইনসহ অসংখ্য উন্নয়ন করেছেন। এতোসব উন্নয়ন সহ্য করতে না পেরে বিএনপি-জামায়াত দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী গোষ্ঠী কাধে ভর করে ক্ষমতায় আসার অপচেষ্টা করছে। তাদের এই ষড়যন্ত্র কোনোদিনই সফল হবে না।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এমএ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, জালাল আহমেদ রুমি, মো. লিয়াকত আলী খান, ডা. মোসলেম উদ্দিন, চেয়ারম্যান মহিউদ্দিন খান, মাইনুল হোসেন টিপু, রিপন তালুকদার ও সাইফুল ইসলাম হাওলাদার।শান্তি সমাবেশে শরণখোলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল সহকারে যোগদান করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল