২ অক্টোবর, ২০২৩ ১১:৫৮

রাশিয়ার বিরুদ্ধে বিজয় আসবেই, বললেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক

রাশিয়ার বিরুদ্ধে বিজয় আসবেই, বললেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের ‘বিজয় আসবেই’।

দেশের সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই মন্তব্য করেন। ইউক্রেনের প্রতিরক্ষা দিবসে নিহত সেনাদের স্মরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভাষণে জেলেনস্কি যুদ্ধ অব্যাহত থাকায় ‘ঐক্য ও আশাবাদ’ এর গুরুত্বের ওপর জোর দেন।

জেলেনস্কি বলেন, আমাদের ঐক্য অবশ্যই দখলদারদের আমাদের ভূমি থেকে বিতাড়িত করার পর্যন্ত সমস্ত পথ পাড়ি দিতে সক্ষম করবে। তিনি বলেছিলেন। ইউক্রেন আর কখনোই তার সন্তানদের ভবিষ্যত, সার্বভৌমত্ব এবং শান্তির মিথ্যা প্রতিশ্রুতির জন্য তার ইচ্ছার মূল্য পরিশোধ করবে না। ‘সাহস, স্থিতিস্থাপকতা, একতা’ এমন জিনিস যা ইউক্রেনকে পরাজিত হতে না দেওয়ার জন্য আমাদের হারানো উচিত হবে না। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর