বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বগুড়ায় দোয়া মাহফিল করা হয়েছে। বুধবার বাদযোহর জেলা ছাত্রদল শহরের মালতীনগর তাহ্ফিজুল কোরআন অন্ধ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া মাহফিলের আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, ছাত্রনেতা আমিনুল ইসলাম, সামিউল সাদাত সুজন, সানজাদ, সৈয়দ নাহিদ, সোয়েব ইসলাম অভি, আলমগীর হোসাইন, এস এম রাঙ্গা, নাসিরুজ্জামান মামুন, মাহমুদুল, সন্ধান, রিমন, রাফিউল, আতিক বিল্পব, হিরা, রাজিব, সন্ধি, রুমন, লাম, সাগর প্রমুখ।
দোয়া পরিচালনা করেন তাহফিজুল কোরআন অন্ধ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ইমাম একরামুল হোসাইন। শেষে মাদ্রাসার হাফেজদের হাতে ছাগল তুলে দেন ছাত্রদলের নেতৃবৃন্দ।