রাজবাড়ী-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল আজ বৃহস্পতিবারও বন্ধ রয়েছে। গত সোমবার (০২ অক্টোবর) ভোর থেকে এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
জানা গেছে, বাস চলাচল বন্ধ থাকার কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। জেলার বিভিন্ন স্থান থেকে ছোট ছোট যানবাহনে পার্শ্ববর্তী জেলা থেকে বাসে ঢাকায় যেতে হচ্ছে যাত্রীদের। তবে রাজবাড়ীর বাস সার্ভিস নিয়ে ক্ষোভ জানিয়েছেন সাধারণ যাত্রীরা। যাত্রী হয়রানি নিয়ে ব্যাপক ক্ষোভ তাদের। যোগাযোগ ব্যবস্থার মধ্যে রাজবাড়ী সবচেয়ে দুর্গম জেলা বলে উল্লেখ করেন অনেকেই।
রাজবাড়ীর মুরগীর ফার্ম এলাকায় নারুয়া ইউনিয়ন থেকে আসা যাত্রী জহুর আলী শেখ (৬৭) বলেন, রাজবাড়ী আর ঢাকায় বাস চলাচল নিয়ে অরাজকতা তৈরি হয়েছে। এই অরাজকতার অবসানের জন্য কেউ নাই। আমি একটি কাজে ঢাকায় যাচ্ছি। বৃষ্টিতে ভিজে ভিজে ইজিবাইকে রাজবাড়ী আসলাম। এখান থেকে মাহেন্দ্র গাড়িতে দৌলতদিয়া যেতে হবে। তারপর ফেরি পার হয়ে পাটুরিয়া থেকে ঢাকায় যাবো। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, চারদিনে বাস চলাচল স্বাভাবিক করতে পারেনি প্রশাসন অথবা সরকার। এর থেকে কষ্টের আর কি হতে পারে।রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আগামী ৮ অক্টোবর ঢাকায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে একটি সভা আছে। সেখানে সিদ্ধান্ত হতে পারে রাজবাড়ী-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল নিয়ে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ