৬ অক্টোবর, ২০২৩ ২৩:০১

গাইবান্ধায় ফেন্সিডিল-গাঁজাসহ গ্রেফতার ৩

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় ফেন্সিডিল-গাঁজাসহ গ্রেফতার ৩

প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩৬৪ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের চৌমাথা মোর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে ৩৬৪ বোতল ফেন্সিডিল, ১০ কেজি গাঁজা এবং একটি পাথরবোঝাই ট্রাক জব্দ করা হয়।

শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-১৩ এর  ফ্লাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেফতার আসামিরা হলেন শ্রী সনাতন বর্মনের ছেলে সুমন্ত সাগর রায় অন্তর (২০), আজিজুল ইসলামের ছেলে আজহারুল ইসলাম মিঠুন (২৬) ও শ্রী ময়েশ্বর চন্দ্রের ছেলে শ্রী অনিত্য চন্দ্র জীবন (২১)। তারা সবাই লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার বাসিন্দা। 

মাহমুদ বশির আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামিদেরকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর