৭ অক্টোবর, ২০২৩ ১৮:২৯

ময়মনসিংহে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে নিষিদ্ধ মাদকদ্রব্য ৮৮৫ পিছ টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। শনিবার সকালে সদর উপজেলার চুরখাই এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

তারা হলো- সদর উপজেলার হারুটি গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. আজাহার আলম (২৮), মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে জুয়েল (২৯) ও মৃত সুরুজ্জমানের ছেলে মোকারম হোসেন (২৭)। 
শনিবার দুপুরে র‌্যাব-১৪ ময়মনসিংহের অপারেশন অফিসার মো. আনোয়ার হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চুরখাই পাঁচ রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তাদের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর