লালমনিরহাটের কালীগঞ্জে কুকুরের সাথে ধাক্কা লেগে অটো উল্টে বলোরাম নামের এক অটোচালক নিহত হয়েছে। এ সময় এক যাত্রী আহত হয়েছে। নিহত অটো চালক বলোরাম (৫৫) পার্শ্ববর্তী উপজেলার কমলাড়ী ইউনিয়নের চন্দনপাট হরিবালা এলাকার বাসিন্দা।
রবিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের চাকলারহাট হলমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, অটো চলক বলোরাম বামনের বাসা থেকে শিয়াল খোওয়া বাজারে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। অটোটি চাকলার হাট হলমোড়ে পৌঁছালে একটি কুকুরের সাথে ধাক্কা লেগে উল্টে যায় এবং চালক অটোর নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে আশপাশে থাকা লোকজন উল্টে যাওয়া অটো সরিয়ে নেয়। তবে মাথায় আঘাতপ্রাপ্ত অটো চালক ঘটনাস্থলেই মারা যায়।
কালীগঞ্জ থানাধীন গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ রানা (এসআই) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত অটো চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ