সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি। আজ দুপুরে আন্ধারমানিক এলাকা থেকে মিছিলটি শহরের দিকে যেতে চাইলে বেউথা ঘাটে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও বেগম খালেদা জিয়ার উপদেস্টা আফরোজা খান রিতা, সহ সভাপতি এড. আজাদ হোসেন খান, সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর। সমাবেশে মূল দলসহ অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ