১৮ অক্টোবর, ২০২৩ ১৫:১৩

রিকশাচালকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রিকশাচালকের লাশ উদ্ধার

রংপুর নগরীতে পুকুর থেকে এক রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে খটখটিয়া এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানী সূত্রে জানা গেছে, নগরীর ৬ নং ওয়ার্ডের বাহাদুর সিংহ পশ্চিম পাড়া এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে সিরাজুল ইসলাম বাউরা (৩২) পেশায় একজন আটোরিকশা চালক। প্রতিদিনের ন্যায় রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। বুধবার সকালে খটখটিয়া পশ্চিম পাড়া এলাকায় আলম মিয়ার পুকুরে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রমেক মর্গে পাঠায়। মৃত সিরাজুল ইসলাম মানসিক ভারসাম্যহীন ছিলেন।  প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে রিকশা থেকে পড়ে গিয়ে পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে। তার লাশের পাশে রিকশাটি পাওয়া যায়। পকেটের টাকাও কেউ নেয়নি। 

কোতয়ালি থানার ওসি মাহফুজার রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে ফাঠানো হয়েছে। মৃত সিরাজুল মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর