২০ অক্টোবর, ২০২৩ ১৫:১৪

বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট সীমান্তের শূন্য রেখায় বিজিবির আইসিপি পোস্ট কমান্ডার হাবিলদার শাহ আলম ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আগরতলা আইসিপির হাবিলদার জাবেদ সশীলের হাতে তিন প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান।

বিজিবির আখাউড়া আইসিপি পোস্ট কমান্ডার হাবিলদার শাহ আলম জানান, দুর্গাপূজা উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
এসময় তিনি আরও বলেন, সীমান্তে সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি-বিএসএফ একে-অপরকে মিষ্টি ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে।


বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর