২৪ অক্টোবর, ২০২৩ ২১:২৮

পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তি ছুরিকাহত

নাটোর প্রতিনিধি:

পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তি ছুরিকাহত

নাটোর শহরের উত্তর চৌকিরপাড় এলাকায় রাজু আহম্মেদ (৪৫) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে আহত হয়েছেন। আহত রাজু শহরের কানাইখালী মহল্লার বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল সাড়ে ৫টায়। 

জানা যায়, সোমবার বিকেলে দুর্গাপূজা দেখতে শহরের উত্তর চৌকিরপাড় এলাকায় যায় রাজু আহমেদ। এ সময় পূর্ব শক্রতার জের ধরে চিহিৃত সন্ত্রাসী সজীব ও সুমনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে যায়। পরে স্থানীয়রা  গুরুতর আহত অবস্থায় তাকে নাটোর আধুনিক হাসপাতালে ভর্তি করে। 
 
আহত রাজু জানান, সজীব ও সুমনসহ তাদের সাথে থাকা সন্ত্রাসীরা ধারালো চপ্পল ও ছুরি দিয়ে আমার পিঠে ও ঘাড়ের কয়েকটি জায়গায় আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনা কেন্দ্র করে শহরের কানাইখালী এলাকায়  দুটি পক্ষে উত্তোজনা বিরাজ করছে। 

নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর