২৫ অক্টোবর, ২০২৩ ১৩:১৫

‘বিএনপি-জামায়াত জোট পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়’

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

‘বিএনপি-জামায়াত জোট পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়’

উঠান বৈঠকে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ বলেছেন, দেশ আবার ষড়যন্ত্রের চাপে। বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি-জামায়াত শিবিরের ২০ দলীয় জোট দীর্ঘ ১ বছর যাবৎ পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে।

বুধবার সকালে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের ফাজিলপুর গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মানিকদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা ও মহিলা আওয়ামী লীগের নেত্রী রেহানা পারভীন প্রমুখ।

দেশের উন্নয়নের কথা উল্লেখ করে কাজী জাফর উল্লাহ বলেন, শেখ হাসিনা গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়েছেন, দেশকে আজ উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছেন।

তিনি বলেন, শেখ হাসিনা পদ্মা সেতু উপহার দিয়েছেন। এ মাসের ১০ তারিখে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল সড়কের উদ্বোধন করেছেন। এখন মাত্র ৫০ মিনিটে রেলে চড়ে ঢাকা থেকে ভাঙ্গা আসা যাবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, পাকিস্তান আমল থেকে শুরু করে আজ পর্যন্ত বাঙালির ভাগ্য উন্নয়নে একমাত্র বঙ্গবন্ধু রক্ত দিয়ে, জীবন দিয়ে প্রমাণ করে গেছেন তিনি দেশকে কত ভালোবাসতেন।

ভাঙ্গা এলাকার উন্নয়নে তার পরিবারের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান আমলে আমার পিতা কাজী মাহবুব উল্লাহ একমাত্র বাঙালি মুসলিম, যিনি ট্রাস্টের মাধ্যমে ভাঙ্গায় একটা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেছেন। আমার মায়ের ইচ্ছা অনুযায়ী এ এলাকার গরিব-দুঃখী মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক মানের হাসপাতাল আমরা করবো।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর