বগুড়ার শাজাহানপুরে জামায়াতে ইসলামীর এক কর্মী ও ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১ টায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশের দাবি ২০২২ সালে শাজাহানপুর থানায় দায়ের হওয়া নাশকতার মামলার সন্দেহভাজন আসামি তারা। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে শাজাহানপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতরকৃতরা হলেন, শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সুজাবাদ দক্ষিণ পাড়ার বাসীন্দা মৃত ওসমান আলীর ছেলে নজরুল ইসলাম (৫৩), পৌর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক বাদশা মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২০) ও ছাত্রশিবির নেতা আব্দুল মমিনের ছেলে আহসান হাবিব (২২)।
শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, গ্রেফতার সবাই পূর্বের নাশকতা মামলার সন্দেহভাজন আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। শুক্রবার আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/হিমেল