সাতক্ষীরায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে সদর উপজেলার কালেরডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন সদরের দহাকুলা গ্রামের শেখপাড়ার আরেফিন শেখের পুত্র ময়েজ হোসেন (২২)। অপরজন খুলনার রায়ের মহল এলাকার নাফিজউদ্দীনের পুত্র মহিন হোসেন (২৩)। সম্পর্কে তারা আপন মামাতো-ফুফাতো ভাই বলে স্থানীয়রা জানান।
প্রত্যক্ষদর্শী আবুল কালামসহ কয়েকজন জানিয়েছেন, সাতক্ষীরা-আশাশুনি সড়ক দিয়ে মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে ব্রহ্মরাজপুর বাজারের দিকে যাচ্ছিলো। এসময় আশাশুনি থেকে সাতক্ষীরা অভিমুখী বাসের সাথে কালেরডাঙা নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালকসহ দুইজনের মৃত্যু হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে, চালক হেলপার পালিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক