২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহসমাবেশকে কেন্দ্র করে ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির ৭ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। শুক্রবার দুপুরে আটককৃতদেরকে বিস্ফোরক মামলায় আদালতে চালান দিয়েছে পুলিশ। আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন উপজেলা বিএনপির সদস্য মো. লুৎফর রহমান সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন হেলিম, পৌর ছাত্রদলের আল আমিন, চালিনগর গ্রামের ইয়াকুব হোসেন ইমু প্রমুখ।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, নাশকতা সৃষ্টির অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের মোট ৭ জনকে আটক করা হয়। পূর্বের একটি বিস্ফোরক মামলায় শুক্রবার তাদেরকে আদালতে চালান করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ