ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, নির্বাচনপূর্ব রাজনৈতিক প্রেক্ষাপটে ‘ব্লেইমগেইম রাজনীতি’ কখনও সুষ্ঠু নির্বাচনের সহায়ক নয়। তাই নির্বাচন কেন্দ্রীক এই রাজনৈতিক সংকট নিরসনে দরকার স্থায়ী একটি ব্যবস্থা।
শুক্রবার বিকালে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলার উদ্যোগে সংগঠনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেন, সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশন গঠন সময়ের বড় গণদাবিতে পরিণত হয়েছে। তাছাড়া, স্বাধীনতার ৫২ বছর পার করলেও এদেশে এখনও একটি টেকসই নির্বাচনী ব্যবস্থা গড়ে ওঠেনি যা নিতান্তই লজ্জার।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাজনীতিবিদ স ম হামেদ হোসাইন, স ম শহিদুল হক ফারুকী, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, মাওলানা রফিকুল ইসলাম নেজামী, মাওলানা ওয়াহেদ মুরাদ, এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, স ম শওকত আজিজ, ডা. হাসমত আলী তাহেরী, অধ্যাপক শহিদুল্লাহ সাদা, মোহাম্মদ শহিদুল্লাহ, আনিসুর রহমান, অধ্যাপক সোলতান আহমদ, কাজী আলাউদ্দিন ও মাসরুর রহমান প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল