বগুড়ায় জাতীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে দলটির নেতাকর্মীরা শহরের পুলিশ প্লাজার সামনে থেকে মিছিল নিয়ে জিরো পয়েন্ট সাতমাথায় প্রবেশ করতে চাইলে বাধার মুখে পড়ে। পরে তারা মিছিল নিয়ে ঘোড়া মোড় প্রদক্ষিণ করে শহরের ফতেহ আলী মোড়ে দলীয় কার্যালয়ের সামনে ফিরে যান। সেখানে এক সমাবেশের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি মাওলানা আনম মামুনুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম শফিক ও জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মতিন। সমাবেশে বক্তারা দেশে রাজনৈতিক সংকট চলছে দাবি করে দ্রুত তা নিরসনের মাধ্যমে জাতীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংগঠনটির শতাধিক নেতাকর্মী অংশ নেন। পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি মাওলানা আনম মামুনুর রশিদ জানান, মিছিল সমাবেশ রাষ্ট্রের সংবিধানে দেওয়া গণতান্ত্রিক অধিকার। প্রশাসন অবৈধভাবে শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছে।
বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) ফইম উদ্দিন, জানান ইসলামী আন্দোলনের মিছিলে বাধা দেওয়া হয়নি। তারা অনুমতি ছাড়া শহরে প্রবেশ করতে চাইলে ঘুরে অন্য সড়কে যেতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ