বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কসহ মুন্সিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের চেকপোস্টে তল্লাশি অব্যাহত রয়েছে।
মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর ব্রিজের মোড়ে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনের তল্লাশি চলছে। এছাড়াও পুলিশের চেকপোস্ট রয়েছে ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদি খানের কুচিয়ামোড়ায়, পদ্মা সেতু টোলঘরের সামনে।
পুলিশ জানায়, সকাল থেকে তারা ঢাকাগামী যাত্রীবাহী বাস, প্রাইভেটকারসহ সন্দেহজনক গাড়ি তল্লাশি করছে। জনগণের নিরাপত্তার স্বার্থে গতকাল থেকেই চেকপোস্ট জোরদার করেছে। তবে আজ শনিবার সকাল ৬ টা থেকে চেকপোস্টে কোন দুষ্কৃতকারী বা নাশকতাকারী আটক হয়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন