চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর টেক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি ৪৫০ গ্রাম গানপাউডার ও আগ্নেয়াস্ত্রসহ মনিরুল ইসলাম নামে একজনকে আটক করেছে ৫৩ বিজিবি। আটক মনিরুল ইসলাম জেলার সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের সূর্যনারায়নপুর গ্রামের মৃত সাবদুল হকের ছেলে।
শুক্রবার বিকেল পাঁচটার দিকে ৫৩ বিজিরি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেনের নেতৃত্বে জহুরপুর টেক বিওপির সদস্যরা টোকনা নদীর চর এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুজন দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা মনিরুল ইসলামকে ৭ কেজি ৪৫০ গ্রাম গানপাউডার, একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি তাজা গুলিসহ আটক করে এবং অন্যজন দৌড়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
শনিবার সকালে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ৫৩ বিজিরি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন। এসময় তিনি বলেন, বিজিবি সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্রসহ চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে।
বিডি প্রতিদিন/এমআই