বাগেরহাটের মোরেলগঞ্জ শান্তি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে দলের নেতাকর্মীরা মিছিলসহকার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হন।
সারাদেশে নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে উপজেলা ও পৌর আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন করে।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ, আওয়ামী লীগ নেতা ইখতিয়ার হোসেন দিলাল, মাহমুদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, যুবলীগ নেতা অ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ, কৃষক লীগ নেতা আবুল হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই