ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ১০ হাজার পিস ইয়াবাসহ ইমাম হোসেন (৫০) ও নিজাম উদ্দীন (৪০) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে পীরগঞ্জ উপজেলার জয়বাংলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-পীরগঞ্জ উপজেলার ভেবড়া এলাকার পেশাল উদ্দীনের ছেলে ইমাম হোসেন (৫০) ও কুড়িগ্রাম জেলার খাটিয়ামারি এলাকার সুরুজ্জামানের ছেলে নিজাম উদ্দীন (৪০)।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, শুক্রবার রাতে ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই নবিউল ইসলামের নেতৃত্বে একটি দল পীরগঞ্জ উপজেলার জয়বাংলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ওই দুই মাদক ব্যবসায়ী মাদক লেনদেনের সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে ঠাকুরগাঁও পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই