বগুড়ায় বিএনপি-জামায়াত ও অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত ১১টার দিকে ঢাকায় মহাসমাবেশে যোগদানের জন্য যাওয়ার পথে রেল স্টেশন থেকে তাদের আটক করা হয়। পুলিশ বলছে, তাদের বিরুদ্ধে ভাঙচুর ও নাশকতার অভিযোগ রয়েছে।
জানা যায়, আটকদের বেশিরভাগই সংগঠনগুলোর বিভিন্ন দায়িত্বে রয়েছেন। আটককৃতদের মধ্যে বিএনপির ৯ জন, যুবদলের ৫ জন, ছাত্রদলের ১ জন ও স্বেচ্ছাসেবক দলের ১ জন রয়েছেন।
বগুড়া সদর থানা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাফতুন আহম্মেদ খান রুবেল জানান, ঢাকায় মহাসমাবেশে অংশ নিতে রংপুর এক্সপ্রেস ট্রেনে করে আসার জন্য বিএনপির নেতাকর্মীরা স্টেশনে গিয়েছিলেন। এ সময় বিনাকারণে তাদের আটক করেছে পুলিশ। তাদের আটকের বিষয়ে বিস্তারিত কোন তথ্যও দেওয়া হচ্ছে না। শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও নেতাকর্মীদের আটক করা হয়েছে।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, শুক্রবার রাতে শহরের রেলস্টেশন থেকে বিএনপি-জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা ও ভাংচুরের অভিযোগ রয়েছে। শনিবার দুপুরে আটককৃতদের আদালাতে পাঠানো হয়েছে। এছাড়াও জেলা জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে কাজ করছে।
বিডি প্রতিদিন/এএম