রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি সদর ও ইসলামপুর ইউনিয়নে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতা, টিসিবিসহ অনান্য উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের উদ্যোগে বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকালে ইসলামপুর ইউনিয়নের উদ্যোগে রামদিয়া ফুটবল মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর বিশ্বাসের সভাপতিত্বে ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ মানুষের কথা ভাবেন। বর্তমানে অনেক উপকারভোগী সৃষ্টি হয়েছে। উপকারভোগীরা ভাতা পাচ্ছেন। বিএনপি ক্ষমতায় আসলে এসব ভাতা বন্ধ করে দিবেন। আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে এসব ভাতার পরিমাণ বৃদ্ধি করা হবে।
ঢাকায় বিএনপির সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির আন্দোলনে মানুষ নাই। আমরা দেশে উন্নয়ন করেছি। দেশের মানুষ আমাদের সাথে আছেন।
মতবিনিময় সভায় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যার মো. মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসহসানুল হাকিম সাধন, মো. হারুন অর রশিদ হারুন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইদ্রিস আলী ফকিরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ দুই ইউনিয়নের কয়েক হাজার উপকারভোগী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল